Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Rcc news
Details

তথ্যবিবরণী                                                                                                             নম্বর-১৪৩

পদ্মা চরের ভূমি উন্নয়ন ও বর্জ্য থেকে জ্বালানি তৈরি বিষয়ে মতবিনিময় সভা

রাজশাহী, ৮ পৌষ (২৩ ডিসেম্বর):

         রাজশাহী মহানগরী সংলগ্ন পদ্মা চরের ভূমি উন্নয়ন করে রিভার সিটি তৈরির সম্ভাব্যতা এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরি বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ বিষয়ে আজ দুপুরে নগর ভবনে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।

         সভায় পদ্মা চরের ভূমি উন্নয়ন করে বিভিন্ন অবকাঠামোসহ বিনোদন কেন্দ্র তৈরির সম্ভাব্যতা এবং বর্জ্য থেকে জ্বালানি তৈরি বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন আমেরিকান ভিত্তিক জিব্রাল্টার কোম্পানির আর্কিটেক্ট উম্মে হাবীবা,  এর প্রধান অংশীদার একেএম আমিনুর রশিদ ও সিনিয়র আর্কিটেক্ট ফারজানা নজরুল।

         সভায় পদ্মা চরের ভূমি উন্নয়ন ও প্রযুক্তিগত লাভজনক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

         মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, রাসিকের প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাসার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ-এর রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামসুল আলম প্রমুখ সভায় অংশগ্রহণ করেন।


         

................................................
সিকান্দার/সাইদুর/২০২০/১৬.০০ঘ.

Images
Attachments
Publish Date
23/12/2020
Archieve Date
23/01/2021