তথ্যবিবরণী নম্বর-১২৬
গভার্নেন্স এসেসমেন্ট ফ্রেমওয়ার্ক’ বিষয়ে বিভাগীয় পরামর্শ সভা অনুষ্ঠিত
রাজশাহী, ০৮ অগ্রহায়ণ (২৩ নভেম্বর):
আজ রাজশাহীর নানকিং দরবার হলে জাতীয় শাসন ব্যবস্থার মূল্যায়ন কাঠামো (ন্যাশনাল গভার্নেন্স এসেসমেন্ট ফ্রেমওয়ার্ক)- এর বিভাগীয় পর্যায়ের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মো. আব্দুল মান্নান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভার্নেন্স ইনোভেশন ইউনিট, ঢাকা বিশ^বিদ্যালয়ের ‘সেন্টার অন বাজেট এন্ড পলিসি’ এবং ইউএনডিপি’র যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি বলেন, আমরা এমডিজির প্রায় সব শর্ত অর্জন করেছি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণেও সরকার কাজ করছে। কোভিড-১৯ পরিস্থিতিতেও সরকারের সঠিক সিদ্ধান্তের ফলে অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশ প্রশংসা পেয়েছে। উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের সুচকেও বাংলাদেশ এগিয়ে আছে। আমাদের যে যুব সমাজ আছে তারা প্রযুক্তিকে কাজে লাগিয়ে অর্থনীতিকে আরো সমৃদ্ধ করবে। তবে আমাদের জনগণের প্রত্যাশা আরো বেশি। জনগণ আইনের শাসন, জবাবদিহিতা, ন্যায় বিচার, দূর্নীতিমুক্ত সমাজ ও তথ্যের অধিকার চায়। এছাড়া করনীতি, ব্যবসায়িক নীতি, প্রাকৃতিক সম্পদের ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে আরো কাজ করতে হবে।
পরামর্শ সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন এবং তাদের মতামত ব্যক্ত করেন। সভায় অংশগ্রহণকারীগণ কয়েকটি দলে বিভক্ত হয়ে রাজশাহী বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক চ্যালেঞ্জ, মোকাবিলায় বাধা, এসব সমস্যা এবং উত্তরণের উপায় নিয়ে পরামর্শ তুলে ধরেন। এছাড়াও অংশগ্রহণকারীগণ ‘গভার্নেন্স সেলফ এসেসমেন্ট’ শীর্ষক প্রশ্নপত্রে সুশাসনের বর্তমান অবস্থা ও এ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক এবং সেন্টার অন বাজেট এন্ড পলিসির ফেলো ড. কাজী মারুফুল ইসলাম।
সভায় ইউএনডিপি-এর বাংলাদেশ প্রতিনিধি মোজাম্মেল হক জুম অ্যাপের মাধ্যমে বক্তব্য প্রদান করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অব ডেভেলপমেন্ট স্টাডিজ’ এর অধ্যাপক ড. তৈয়াবুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম ছাব্বির সাত্তার, বেসরকারি সংস্থা ‘পরিবর্তন’ এর পরিচালক রাশেদ রিপন, আত্মনির্ভরশীল উন্নয়ন সংস্থার সভাপতি রাজ কুমার সাউ, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের সহসভাপতি সাবিত্রী হেমব্রম, দিনের আলো হিজড়া উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মিজ মোহনা বক্তব্য রাখেন।
..................................................
আফরাজুর/রুপাল/হালিম/২০২০/১৬:২০ ঘ.
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS