Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Rajshahi PID First to implement APA in FY 2022-23
Details

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন তথ্য অধিদফতরের ০৭টি আঞ্চলিক তথ্য অফিসের (বিভাগীয় পর্যায়ে) মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে (পরপর দুবার) রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস প্রথম স্থান অর্জন করেছে। এপিএ বাস্তবায়নে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করায় রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান তাঁর কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং একইসঙ্গে তিনি অর্জিত সাফল্য আগামীতে গৌরবের সঙ্গে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার তাগিদ দেন।

Images
Publish Date
01/10/2023
Archieve Date
30/09/2024