তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদফতরের (Press Information Department) অধীন একটি অফিস। গণমাধ্যমকর্মীদের কাছে অফিসটি PID (পিআইডি) নামেই বেশি পরিচিত। এটি সরাসরি তথ্য অধিদফতর নিয়ন্ত্রণ করে থাকে। এ অফিসের কার্যক্রম শুরু হয় ১৭ জুন ১৯৮২ সালে। এ অফিসের সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদ রয়েছে ৩৫টি। অফিস প্রধানের পদবী হচ্ছে উপ-প্রধান তথ্য অফিসার যা পরিচালক পদমর্যাদার। এছাড়াও তথ্য ক্যাডারের আরও ৪টি ও দ্বিতীয় শ্রেণির ৩টি কর্মকর্তার পদ রয়েছে। বিভিন্ন পদে কর্মচারীর পদ রয়েছে ২৭টি। প্রথম দিকে স্বল্প পরিসরে অফিসের কার্যক্রম শুরু হলেও বর্তমানে অফিসটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সেবা প্রদান করে আসছে। এ অফিসের প্রধান কাজ হচ্ছে সরকারি গুরুত্বপূর্ণ কার্যক্রম ও ভিভিআইপিদের নিউজ কাভারেজ (তথ্য বিবরণী), ফটোকভারেজ, ফিচার লিখন, পেপার ক্লিপিংস ও প্রেসট্রেন্ড প্রেরণ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস