বিগত ৩ বছরে আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বিষয়ক ৫০টি ফিচার স্থানীয় সংবাদপ্রত্রে প্রকাশ করেছে। এ সময়ে ৬টি প্রেসব্রিফিং/মতবিনিময় সভা আয়োজন, ৯৭৯টি তথ্যবিবরণী বিতরণ ও ৬২৮টি ডিজিটাল ফটো কভারেজ প্রদানের মাধ্যমে রাজশাহী ও পার্শ্ববর্তী জেলাসমূহের নাগরিকদেরকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও নীত-সিদ্ধান্ত অবহিত হওয়ার সুযোগ সৃষ্টি করেছে। এছাড়া গণমাধ্যমের ভাষ্য সরকারকে জানাতে ৬৬৮টি প্রেসট্রেন্ড ও ৩,৩৩৭টি প্রেসক্লিপিংস বিতরণ করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস