তথ্যবিবরণী নম্বর-১৪৬
দুর্নীতিবাজ কাউকে পুলিশ হিসাবে দেখতে চাই না
- ড. বেনজীর আহমেদ, আইজিপি
রাজশাহী, ১৩ পৌষ (২৮ ডিসেম্বর):
আমরা কোয়াালিটি পুলিশ চাই, কোয়ালিটি সার্ভিস চাই, দুর্নীতিবাজ কাউকে পুলিশ হিসাবে দেখতে চাই না। কোয়ালিটি পুলিশ তৈরির দায়িত্ব পুলিশ ট্রেনিং সেন্টারের। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশ একাডেমির অগ্রণী ভূমিকা রয়েছে। সৎ, যোগ্য, আদর্শ পুলিশ অফিসার ও ফোর্স তৈরির জায়গা পুলিশ একাডেমি।
সারদা পুলিশ একাডেমিতে আজ বিকালে রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষকগণের সাথে এক মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদেরকে পরিবর্তন হতে হবে। এটা যুগের প্রয়োজন, সময়ের চাহিদা। বাংলাদেশ পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই। পুলিশ বাহিনিতে পরিবর্তনের সূচনা হয়েছে। জনগণের সঙ্গে দুর্ব্যবহারকারী কেউ পুলিশে থাকবে না। আমরা পুলিশের জঞ্জাল পরিষ্কার করতে চাই। আমরা ভালো পুলিশ চাই।
প্রশিক্ষকগণকে অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে আইজিপি বলেন, প্রতিটি প্রশিক্ষণার্থীকে এমন যত্ন নিয়ে গড়তে হবে যাতে তারা প্রত্যেকে পেশাদার পুলিশ সদস্য হিসেবে দেশের সেবা করতে পারে। জনগণের কল্যাণ সাধনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, পুলিশের প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে, প্রশিক্ষণ মডিউল নতুন করে সাজানো হয়েছে যাতে প্রশিক্ষণ প্রায়োগিক হয়, সেভাবেই উদ্যোগ নেওয়া হচ্ছে। সারদা থেকেই প্রতিটি পুলিশ সদস্যের অন্তরে নীতিবোধ ও নৈতিকতার বীজ বপন করতে হবে যাতে তারা আজীবন তা ধরে রাখতে পারে।
সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা এ সময় প্রশিক্ষণ সংক্রান্ত নানা বিষয়ে আইজিপি’র সুচিন্তিত পরামর্শ কামনা করেন।
এর আগে আইজিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৩৭তম সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের প্রস্তুতি পরিদর্শন করেন।
.................................................
সিকান্দার/হালিম/২০২০/১৭.৩০ঘ.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস