তথ্যবিবরণী নম্বর-১৪৪
রাসিক মেয়রের সাথে বিসিক শিল্পনগরীর শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দের মতবিনিময়
রাজশাহী, ৯ পৌষ (২৪ ডিসেম্বর):
নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আজ দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন রাজশাহী বিসিক শিল্পনগরীর শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। বিসিক শিল্পনগরীর শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী
সভায় সভাপতিত্ব করেন।
ব্যবসা বাণিজ্য প্রসারে বিসিক শিল্প নগরীর সার্ভিস চার্জ কামানো, শিল্প এলাকার রাস্তা উন্নয়নসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সিটি মেয়রের সহযোগিতা কামনা করে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় মেয়র বলেন, পূর্ব পাকিস্তান আমলে ব্যবসা বাণিজ্যের প্রসার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯৬১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে রাজশাহী বিসিক শিল্প নগরী গড়ে তোলা হয়। ভৌগোলিক কারণ ও প্রকৃত উদ্যোক্তার কাছে প্লট হস্তান্তর না হওয়ায় দীর্ঘদিনেও এ অঞ্চলে শিল্পোন্নয়ন সম্ভব হয়নি। কিছু ক্ষুদ্র শিল্প-কারখানা হলেও এখনও বৃহৎ প্রতিষ্ঠান গড়ে উঠেনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে দেশব্যাপী শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করছেন। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে তিনটি শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে। আগামী এক বছরের মধ্যেই এসব এলাকার উন্নয়ন কাজ শেষ হলে সেখানে প্লট বরাদ্দ দেয়া হবে।
মেয়র বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহীতে শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করতে হবে। আমরা সকলকে সাথে নিয়েই রাজশাহীর উন্নয়ন করতে চাই। আমাদের খেয়াল রাখতে হবে যেন প্রকৃত উদ্যোক্তাগণ প্লট বরাদ্দ পায়। এ অঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
বিসিক শিল্পনগরীর শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. আব্দুল মালেক, প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমেদ জাকি সভায় বক্তৃতা প্রদান করেন। বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির সহ-সভাপতি মো. সাজ্জাদ আলী, আমিনুল ইসলাম বাবুসহ অন্যান্য সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
................................................
সিকান্দার/সাইদুর/২০২০/১৫.৩০ঘ.
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস